Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কুর্শা

 

বিবরণ

সংখ্যা

আয়তন

১০,৫০বর্গকি.মি

জনসংখ্যা

৩৯,৯৬২জন

পুরুষ

২১৪৯৩ জন

মহিলা

২১৬২০ জন

গ্রামের সংখ্যা

        ২২টি

খানা

  ১১৩২৭ টি

৫ বছরের নিচে শিশু

   ৬২১১ জন

প্রাক-প্রাথমিক বয়সী শিশু

   ১৯০০ জন

৬-১০ বছর বয়সী

  ৫৪৭১ জন

বালক

   ২৩৭০ জন

বালিকা

   ২৬০১ জন

কলেজ

        ০৩টি

উচ্চ বিদ্যালয়

          ৪ টি

প্রাথমিক বিদ্যালয়

         ০৯টি

প্রাক-প্রাথমিক বিদ্যালয়

        ১০টি

মাদ্রাসা

        ০৫টি

আবাসন

        ০১টি

প্রাথমিক বিদ্যালয়গামী

  ৪২৭২ জন

বালক

  ২২৩২ জন

বালিকা

   ২০৪০ জন

প্রাঃ বিদ্যালয় বিহীন গ্রাম

        ০২টি

সচলটিউবওয়েলসহপ্রাঃবিঃ

       ১৮ টি

কমিউনিটি ক্লিনিক

         ০৪টি

স্বাস্থ্য পঃ কল্যাণ কেন্দ্র

        ০১টি

গর্ভবতি মা

    ২৮ জন

প্রঃপূর্বসেবাগ্রহণকারী মা

          জন

 

 

গুরুত্বপূর্ণ স্থান, ব্যাক্তি, ঘটনার ছবি

সাংগঠনিক কাঠামোঃ

অত্র ইউ.পি একজন চেয়ারম্যান, (৩) তিন জন ভাইচ চেয়ারম্যান, (৯) নয় জন সদস্য, একজন সচিব, (১০) দশ জন গ্রাম পুলিশ, (২) দুই জন উদ্যোক্তা, এবং একজন ঝাড়ুদার নিয়ে গঠিত।

 

ইউনিয়ন পরিষদের কার্যাবলীঃ

১. দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।

২. নোটিশ বোর্ডে সব সময় হালনাগাদ তথ্য রাখা।

৩. পরিষদের কর্মচারীদের কাজকর্ম তদারকি ও নিয়ন্ত্রণ করা।

৪. ওয়ার্ড পর্যায়ে সভা করা।

৫. মাসিক সভা নিয়মিত করা।

৬. স্থায়ী কমিটি সমূহ গঠন ও কার্যকর করা।

৭. কর নিরূপন, কর ধার্য ও নিয়মিত কর আদায় করা।

৮. বার্ষিক বাজেট তৈরি ও উন্মুক্ত বাজেট অনুষ্ঠান করা।

৯. ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জন অংশগ্রহণ এবং                    জনসচেতনতা বৃদ্ধি করা।

১০. ইউনিয়নের সকল কাজে নারীর অংশ গ্রহণ নিশ্চিত করা।

১১. পরিষদের আয়-ব্যয়ে স্বচ্ছ থাকা।

১২. বিভিন্ন ধরণের সনদ প্রদান করা।

১৩. বিভিন্ন ভাতা বা ত্রাণ বিতরণ করা।

১৪. জন্ম-মৃত্যু নিবন্ধন করা।

১৫. লাইসেন্স ইস্যু করা।

১৬. গ্রাম আদালতের মাধ্যমে বিচার করা।

১৭. দুর্যোগ মোকাবেলা করা।

১৮. নারী ও শিশু কল্যাণ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

১৯. শিক্ষা, খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

২০. কৃষি, মৎস ও পশু সম্পদ উন্নয়ন করা।

২১.সেনিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন এর উন্নয়ন করা।

২২. রাস্তা ঘাট উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা।

২৩. গ্রামীণ শিল্পের উন্নয়ন করা।

২৪. গবাদি পশুর খোঁয়াড় নিয়ন্ত্রণ করা।

২৫. বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করা এবং তা থেকে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা।

২৬. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা।

২৭. অপরাধমূলক ও বিপজ্জনক ব্যবসা নিয়ন্ত্রণ করা।

২৮. ই-গভার্নেন্স চালু ও উৎসাহিত করা।

২৯. বাড়তি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা।

৩০. জনস্বার্থ বা আইন বিধিবিধানের পরিপন্থী কোন কাজ না করা।

 

পাদটীকাঃ

ইউনিয়ন পরিষদের কার্যাবলী সমূহ পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছেন। এ সকল কাজে পরিষদের সচিব সহায়তা দিয়ে থাকেন।

ওয়েব সাইটে ভিজিট করার জন্য চেয়ারম্যান মহোদয় এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ