৩নং কুর্শা ইউনিয়ন পরিষদ
কাউনিয়া,রংপুর।
==============================================
প্রতিবেদন
বাদীনি বিবাদী
মোছাঃ আরফিনা বেগম ১। মোঃ রফিকুল ইসলাম
পিতাঃ মো: আজিজাল হক পিতাঃ মৃত্যুঃ হোসেন আলী
সাংঃ বাহাগিলী ২। মোছা: সুফিয়া বেগম
কাউনিয়া,রংপুর। স্বামী: মৃত: হোসেন আলী
৩। মো: শফিকুল ইসলাম
পিং মৃত: হোসেন আলী
৪। মো: রমজান আলী
পিং মৃত: হেদায়েতুলস্না
সর্ব সাং: রামচন্দ্রপুর
কাউনিয়া,রংপুর।
বিষয়ঃ ১৭/১৩ নং মোকাদ্দমার প্রতিবেদন।
বাদীনি গত ০২৫/০৩/২০১৩ ইং তারিখে অত্র গ্রাম আদালতে বিাদীর বিরোদ্ধে মোকদ্দমা দায়ের করেন, যাহার মোকদ্দমা নং ১৭/১৩। বাদীনি ও বিবাদীকে অত্র আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ করা হয়। বাদীনি ও বিবাদী নোটিশ গ্রহন করেন। বাদীনি হাজিরা প্রদান করিয়াছেন, কিন্তু বিবাদী পর পর ৩বার গড় হাজির থাকেন। যেহেতু বিবাদী ৩বার গড় হাজির থেকে অত্র গ্রম আদালকে অবমাননা করিয়াছেন সেহেতু মামলাটি নিস্পত্তি করা সম্ভব হয়নি। ইহাতে প্রতীয়মান হয় যে, বিবাদী একজন আইন অমান্যকারী ও যেীতুক লোভী। বাদিনীর আরজি বর্নিত ঘটনা সত্য বলিয়া প্রতীয়মান হয়। তাই বাদীনিকে উচ্চ আদালতে আইনের স্বরনাপন্ন হওয়ার জন্য পরার্মশ প্রদান করা হইল।
মোহাম্মদ হোসেন সরকার
চেয়ারম্যান
৩নং কুর্শা ইউ,পি
কাউনিয়া,রংপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস